যশোরের কিছু খবর :
যশোর এমএম কলেজে ভাঙচুর
মঙ্গলবার সকালে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগে ব্যাপক ভাঙচুর করেছে ছাত্ররা। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান যশোর এমএম কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়। পরে তারা একাডেমিক ভবনের পদার্থবিজ্ঞান বিভাগের জানালা-দরজা ভাঙতে থাকে। এ সময় সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক আতংক বিরাজ করতে থাকে। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ক্যাম্পাসে উপস্থিত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছাবার আগে তারা সরে পড়ে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম জানান ব্যবহারিক পরীক্ষায় একজন এক্সটার্নাল আসেন অন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে। পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার বিষয়টি তার হাতেই থাকে। নম্বর বেশী-কমের ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের পরীক্ষকদের তেমন কোনো ভূমিকা থাকে না।
কোতয়ালী থানার এসআই শাকিল ভাঙচুরের ঘটনা নিশ্চিত করে জানান কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ করলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।
যশোরে শ্রমজীবী মানুষের মানববন্ধন
সোমবার বিকালে শহরের মণিহার চত্বরে শ্রমজীবী মানুষের উদ্যোগে হরতাল অবরোধের প্রতিবাদে মানববন্ধন করেছে।
এতে বক্তব্য রাখেন জেলা সনাতন ধর্ম সংঘের সভাপতি শ্রী ভূষণ ঘোষ, পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু, হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ দত্ত, পরিবহন শ্রমিকলীগের সভাপতি গোলাম মোস্তফা, হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি মনিরুজ্জামান মনির, পুরাতন বাস টার্মিনাল ব্যবসায়ী সমিতির সভাপতি খায়রুজ্জামান পলাশ, পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সাবেক যুগ্ম সম্পাদক সেলিম রেজা মিঠু, ব্যবসায়ী নেতা মুজিবর রহমান, নাসির উদ্দিন, শান্তিশৃঙ্খলা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টগর প্রমুখ।
মন্তব্য চালু নেই