সম্পর্ক ভেঙে ফেলার আগে এই ৫টি কাজ একবার হলেও করুন
সম্পর্কটি প্রেমের হোক কিংবা বন্ধুদের সাথে, বিয়ের হোক বা পরিবারের সাথে, ভেঙে ফেলার আগে কিছু জিনিস কিন্তু অবশ্যই একবার ভেবে দেখা প্রয়োজন। সম্পর্ক ভাঙলে কষ্ট হবেই, আর এই কষ্ট হচ্ছে আপনজন হারানোর। সম্পর্ক যতই খারাপ হয়ে যাক না কেন, একটি সম্পর্ক যখন ভাঙে তখন কষ্ট দু পক্ষই পান। বিশেষ করে প্রেম, বিয়ে বা পরিবারের সাথে সম্পর্ক ভাঙার আগে একটিবার শেষ চেষ্টা অবশ্যই করে নেবেন। কী রকম? জেনে নিন ৫টি কাজের ব্যাপারে যেগুলো সম্পর্ক ভাঙার আগে অবশ্যই করবেন।
১) কেন এই সম্পর্কটি গুরুত্বপূর্ণ সেটি খতিয়ে দেখুন
সম্পর্কগুলো নিয়েই তো আমাদের জীবন, তাই না? একটি সম্পর্ক, তা যত যন্ত্রণাদায়কই হোক না কেন, আপনার জীবনে নিশ্চয়ই সেটার একটা বিশেষ জায়গা আছে? তাই অবশ্যই ভালো করে ভেবে দেখুন সম্পর্কটি কেন আপনার জীবনে গুরুত্বপূর্ণ আর সেটা না থাকলে কী কী হতে পারে।
২) নিজেদের সুন্দর সময়ের স্মৃতিগুলো মনে করুন
সম্পর্ক তিক্ত হতে হতে যখন ভেঙে যাওয়ার অবস্থায় পৌঁছে যায়, তখন সেটাকে মধুর করে তোলার সবচাইতে ভালো উপায় হচ্ছে সুন্দর সময়ের স্মৃতিচারণ করা। যদি দুজনে মিলে কাজটি করতে পারেন, তাহলে আরও ভালো।
৩) কেন আপনি সম্পর্কটি ভেঙে ফেলতে চান সেটি বারবার যাচাই করুন
কেন ভেঙে ফেলছেন সম্পর্কটি? কাজটি কি ক্ষণিকের রাগ-অভিমানের বশে করছেন, নাকি আপনি সত্যিই চান যে সম্পর্কটি ভেঙে যাক? এই বিষয়টি বারবার নিজেকে জিজ্ঞেস করে জেনে নিন যে সম্পর্কটি শেষ হয়ে যাবার পরের ধাক্কাটি সামাল দিতে আপনি তৈরি তো?
৪) একটি বার হলেও মুখোমুখি হোন
কারো সাথে, সেটা যেই-ই হোক না কেন, সম্পর্ক চিরতরে ভেঙে ফেলার আগে দুজনে অবশ্যই মুখোমুখি একবার হলে কথা বলুন। না দেখা করে কখনো সম্পর্ক শেষ করবেন না।
৫) একসাথে সময় কাটান
সম্পর্ক ভেঙে ফেলবেন একদম পাকা সিদ্ধান্ত? তবুও অবশ্যই একত্রে সময় কাটান। সম্পর্কের উন্নতি হলেও হতে পারে।
সূত্র- সাইকোলজিডটকম
মন্তব্য চালু নেই