পাবনার কিছু খবর

অবরোধের ২০ তম ও হরতালের ১ম দিনে পাবনায় ৪৯ জন গ্রেফতার

২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্ট কালের অবরোধের ২০ তম দিন ও ৩৬ ঘন্টা হরতালের ১ম দিনে পাবনায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ দিকে অবরোধ ও হরতালে নাশকতার আশঙ্কায় শনিবার রাত থেকে রবিবার সকাল জেলার ১১ থানায় পুলিশি পৃথক অভিযানে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
পাবনা অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, নাশকতা সৃষ্টি হতে পারে এমন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা সবাই বিএনপি জামায়াতের কর্মী ও কয়েক জন অন্যান্য মামলার আসামী। দুপুরে তাদের জেলে পাঠানো হয়েছে।

 

পাবনায় পেট্রোল বোমা উদ্ধার
পাবনার চাটমোহর ডিগ্রি কলেজ গেটের প্রধান ফটকের পাশ থেকে রবিবার দুপুরে পুলিশ একটি পেট্রোল বোমা উদ্ধার করেছে।
বেলা ১২ টার দিকে স্থানীয়রা কলেজ গেটের পাশে পেট্রোল বোমা সাদৃশ্য স্যালাইনের বোতলটি দেখতে পেয়ে পূলিশে খবর দেয়। পরে পুলিশ এসে বোমাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাটমোহর থানার ওসি সুব্রত কুমার সরকার বোতলটি বোমা নিশ্চিত করে জানান, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে দুবৃত্তরা এ কাজ করেছে তবে আমরা সর্বদা সর্তক আছি।,



মন্তব্য চালু নেই