ফরিদপুরে মাহেন্দকে বাচাঁতে গিয়ে সড়ক দূর্ঘটনায় র্যাবের গাড়ী, আহত-৮
ফরিদপুরে সড়ক দূঘটনায় র্যাব-৮এর একটি মাইক্রোবাস (ঢাকা মেট্র-চ ৫১-৭৪৩২) মাহেন্দকে বাচাঁতে গিয়ে দুমরে মুচরে ঢাকা ফরিদপুর মহাসড়কের শিবরামপুরের বারখাদা নামক স্থানে সড়কের পাশে পড়ে যায়।
আজ রবিবার দুপরে ফরিদপুর থেকে রাজবাড়ীর উদ্দেশ্য যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে র্যাবের ৮জন সদস্য মারাক্তক ভাবে আহত হয়েছে। আহত র্যাব সদস্যদের সকলকে ফরিদপুর ৫০০ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়য়েক জনের অবস্থা আশংকাজনক।
আহত সদস্যরা হলেন এস আই শাহিন, হাবিলদার হোসেন আলী, এ এস আই রশিদ, এ ফি সি বাদশা, কনষ্টেবল মাহবুব, সৈনিক ইমদাদ ড্রাইভার, সৈনিক ইয়াছিন।
এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত ফরিদপুর র্যাব-৮ এর অফিসার নজরুল জানান, র্যাব ৮-এর গাড়ীটি ফরিদপুর ক্যাম্প থেকে রাজবাড়ীর উদ্দেশ্য যাওয়ার পথে একটি মাহেন্দকে বাচাঁতে গিয়ে দূঘটনার শিকার হয়েছে। তিনি জানান এতে র্যাবের আটজন সদস্য মারাক্তক ভাবে আহত হয়েছে তাদের সকলকে ফরিদপুর ৫০০ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য চালু নেই