রোনালদোর যত লাল কার্ড (ভিডিও)

ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমানে বিশ্বসেরা ফুটবলার। ২০০২ সালে স্পোর্টিং লিসবনের হয়ে তার সিনিয়র ক্লাব ক্যারিয়ার শুরু হয়। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে বর্তমানে খেলছেন স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদে।
ইতিমধ্যে এক যুগেরও বেশি সময় ধরে খেলে যাচ্ছেন রোনালদো। বয়স যত বাড়ছে ততোই যেন তার পারফরম্যান্সের ধার বাড়ছে। চলতি মৌসুমে লা লিগায় ২৮টি গোল করেছেন তিনি। লিওনেল মেসি ও ম্যানুয়েল ন্যুয়ারকে পেছনে ফেলে ১২ জানুয়ারি তৃতীয়বারের মতো জিতে নিয়েছেন বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার তথা ফিফা ব্যালন ডি’অর।
রোনালদোর যেমন সুনাম আছে। তেমনি বজমেজাজি হিসেবে বদনামও রয়েছে। গেল ১৩ বছরের ফুটবল ক্যারিয়ারে অনেক গোল করার পাশাপাশি নয়-নয়টি লাল কার্ডও পেয়েছেন। সবশেষ তিনি স্প্যানিশ লা লিগার ম্যাচে শনিবার কর্ডোবার বিপক্ষে লাল কার্ড দেখেন। দেখে নেয়া যাক পর্তুগিজ সুপারস্টারের লাল কার্ডের খতিয়ান।
প্রথম লাল কার্ড : ২০০৪ সালের ১৫ মে অ্যাস্টন ভিলার বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম লাল কার্ড দেখেন। ওই ম্যাচে অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে জয় লাভ করে।

দ্বিতীয় লাল কার্ড : ২০০৬ সালের ১৪ জানুয়ারি ম্যানচেস্টার সিটির বিপক্ষে দ্বিতীয় লাল কার্ড দেখেন তিনি। ওই ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেড হেরে যায় ৩-১ ব্যবধানে।

তৃতীয় লাল কার্ড : ২০০৭ সালের ১৫ আগস্ট পোর্টসমাউথের বিপক্ষে। ম্যাচটি ড্র হয়।

চতুর্থ লাল কার্ড : ৩০ নভেম্বর ২০০৮, ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ম্যাচটি ম্যানইউ ১-০ গোলে জিতে নেয়।

পঞ্চম লাল কার্ড : ২০০৯ সালের ৫ ডিসেম্বর স্প্যানিশ লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে। ম্যাচে রিয়াল মাদ্রিদ জয়লাভ করে ৪-২ গোলে।

ষষ্ঠ লাল কার্ড : ২০১০ সালের ২৪ জানুয়ারি মালাগার বিপক্ষে। ম্যাচে রিয়াল ২-০ গোলে জয় পায়।

সপ্তম লাল কার্ড : ২০১৩ সালের ১৭ মে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। মাদ্রিদ ডার্বিটি রিয়াল হেরে যায় ২-১ ব্যবধানে।

অষ্টম লাল কার্ড : ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি অ্যাথলেটিক বিলবাও এর বিপক্ষে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

নবম লাল কার্ড : ২০১৫ সালের ২৪ জানুয়ারি কর্ডোবার বিপক্ষে রোনালদো তার ক্যারিয়ারের নবম লাল কার্ড দেখেন। ম্যাচটি অবশ্য রিয়াল ২-১ ব্যবধানে জিতে নিয়েছে।

এবার ভিডিওতে দেখা যাক রোনালদোর লাল কার্ডগুলো:

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=xsIOT8zhhYw&x-yt-ts=1421914688&x-yt-cl=84503534



মন্তব্য চালু নেই