বেলের গোলে মান বাঁচল রিয়ালের

ক্রিশ্চিয়ানো রোনালদোর লাল কার্ড। ম্যাচের তিন মিনিটের মধ্যেই গোল খেয়ে পিছিয়ে পড়া। তবুও লা লিগায় জয় আটকালো না রিয়াল মাদ্রিদের। করডোভাকে ২-১ গোলে হারিয়ে দিল কার্লো আনচেলত্তির ছেলেরা। গোল করলেন করিম বেনজেমা এবং গ্যারেথ বেলকে।

প্রতিপক্ষের মাঠে তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। গোলটি করেন আলজেরিয়ান স্ট্রাইকার এন ঘিলাস। ২৭ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান বেনজেমা। কর্নার থেকে ফরোয়ার্ড গ্যারেথ বেলের মাথা ছুঁয়ে বল যায় ফরাসি এই স্ট্রাইকারের কাছে। অল্প দূরত্ব থেকে লক্ষ্যভেদ করেন তিনি। বিরতির সময় ম্যাচের ফল ১-১ ছিল।

বিরতিতে জেগে ওঠে রিয়াল। ৮৯ মিনিটে গ্যারেথ বেল গোল করে সমর্থকদের মুখে হাসি ফোটান। তার আর আগে অবশ্য মাথা গরম করে লাল কার্ড দেখেন রোনালদো।



মন্তব্য চালু নেই