ডেটিং নয় ফান

কিছু দিন আগে সংবাদ বের হয় যে অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং রিহানা চুটিয়ে ডেটিং করছেন। অথচ এবার সেই সংবাদ মিথ্যা বলে দাবি করে এই দুই তারকা জানিয়েছেন এটা ডেটিং নয়, ফান।

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হলে লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং রিহানা জানান, তাদের মধ্যে কোনো ধরনের প্রেমের সম্পর্ক নেই। তাই তারা ডেটিং নয় ফান করতেই বিভিন্ন জায়গায় একসঙ্গে যাচ্ছেন।

এদিকে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয় যে, বেশ কিছুদিন ধরেই লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং রিহানা প্রেম করছেন। এ কারণে তারা প্রায়ই একসঙ্গে ডেটিং করতে বিভিন্ন জায়গায় যাচ্ছেন।

অন্য একটি সূত্র জানায়, লিওনার্দো ডি ক্যাপ্রিওকে মনে ধরেছে রিহানার। একারণে তাকে পরিবারের সদস্যদের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন।



মন্তব্য চালু নেই