সাঁওতাল-বাঙালি সংঘর্ষ, তীরবিদ্ধ হয়ে বাবা-ছেলে নিহত

দিনাজপুরের পার্বতীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সাঁওতাল-বাঙালীর সংঘর্ষ হয়েছে। এসময় তীরবিদ্ধ হয়ে বাবা-ছেলে নিহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- বাবা জহুরুল হক (৫০) ও ছেলে সোহাগ (২৮)। তারা পার্বতীপুর মোস্তফাপুর ইউনিয়নের সরকার পাড়ার বাসিন্দা।

পার্বতীপুর থানার এএসআই মো. মানিক জানান, দীর্ঘদিন থেকে জমি নিয়ে সাঁওতালদের সঙ্গে জহুরুল হকের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

সকালে উক্ত জমিতে বোরো ধানের চারা তুলতে গেলে সাঁওতালরা তাদের লক্ষ্য করে তীর ছোড়ে। এসময় সাঁওতাল ও বাঙালিদের মধ্যে তীর-ধনুকসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এতে বাবা জহুরুল হক ও তার ছেলে সোহাগ তীরবিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই বাবা জহুরুল হক মারা যান। ছেলে সোহাগকে আহত অবস্থায় পার্বতীপুর হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পার্বতীপুর থানার ওসি মাহামুদুল আলম জমি নিয়ে সংর্ঘষে দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই