৩ বছর পর ফের রূপোলি পর্দায় রবিনা ট্যন্ডন

৩ বছরের জন্য স্বেচ্ছা নির্বাসন নিয়েছিলেন বলিউড অভিনেত্রী রবিনা ট্যন্ডন। ফের তাঁকে দেখতে পাওয়া যাবে রূপোলি পর্দায়। ওনিরের আগামী রোমান্টিক ছবি ‘শব’-এ নেগেটিভ চরিত্রে তাঁকে দেখতে পাওয়া যাবে বলে সূত্রের খবর।

৪১ বছর বয়সী রবিনা জানিয়েছেন, বলিউডে কামব্যাক করার জন্য এরকমই একটা চ্যালেঞ্জিং-রোল চেয়েছিলেন তিনি। ওনির পরিচালিত এই ছবিতে তাঁর চরিত্রটি চ্যালেঞ্জিংয়ের পাশাপাশি বেশ মজারও। এরকম ভূমিকায় আগে কখনও অভিনয় করেননি বলে জানিয়েছেন ছবির মুখ্য অভিনেত্রী। ২০০১ সালেও এরকম একটি ব্যতিক্রমী  চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন রবীনা।

রবিনা বলেছেন, ওনির তাঁকে প্রথমে অন্য একটি চরিত্রে অভিনয়ের জন্য বলেন। কিন্তু এই চরিত্রটা রবিনার এতটাই পছন্দ হয়েছে, যে নিজে থেকেই  তিনি তা বেছে নিয়েছেন।

‘শব’ দিল্লির প্রেক্ষাপটে একটি ত্রিকোণ প্রেমের ছবি।

শুধু রবিনারই কামব্যাক হচ্ছে না, টলিউড অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়ের স্ত্রী অর্পিতা ও আশিষ বিস্ত-ও এই ছবির হাত ধরে পা রাখতে চলেছেন বলিউডে। সঞ্জয় সুরি ও ডিজাইনার ওয়েনডেল রডরিক্সকেও বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে এই সিনেমায়।



মন্তব্য চালু নেই