স্বামীর ‘খুনি’ এরশাদের বিচার চাইলেন খালেদা

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হুসেইন মুহম্মদ এরশাদ খুন করেছে অভিযোগ করে বেগম খালেদা জিয়া বলেছেন, ‘এরশাদ হলো খুনি, খুনি এরশাদের বিচার করতে হবে। এরশাদ জিয়াউর রহমানের খুনি এবং মেজর মঞ্জুরকেও হত্যা করেছে।’
রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে গুম, খুনের প্রতিবাদে গণঅনশনে বক্তৃতাকালে তিনি একথা বলেন।
এরশাদকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়ায় শেখ হাসিনার কঠোর সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘সব খুনিদের নিয়ে চলছেন। এরশাদকে উপদেষ্টা বানিয়েছেন।’
এছাড়াও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বেসরকারি বিমান পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের প্রতি ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, ‘এরা যে কত খুন, চুরি ও দুর্নীতি করেছে, মানুষের কাছে তার সব হিসাব আছে। এসব চামচারা কখনো জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি। নৌকায় উঠে খুব বেশি লাফালাফি করছে।’
তিনি বলেন, ‘সরকারকে নির্বাচনে আসতেই হবে। চামচারা যতোই লাফালাফি করুক যে, পাঁচ বছরের আগে নির্বাচন হবে না। সে কথা ভুলে যান। কারণ আপনারা জনগণের ভোটে নির্বাচিত হননি।’



মন্তব্য চালু নেই