কেঁচো খুঁড়তেই শহুরে ইদুর! (ভিডিও)
ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ড। রুনি-মাতা-ডি মারিয়াদের পদচারণায় মুখরিত থাকে এই মাঠ। কিন্তু এখানেই বাস করে অসংখ্য শহুরে ইঁদুর!
নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে গ্যালারি ও তার চারপাশ পরীক্ষা করতে হয় মাঠ কর্মীদের। তারই ধারবাহিকতায় দিন দুয়েক আগে ওল্ড ট্রাফোর্ড পরিচ্ছন্ন করছিলেন তারা।
তখনই শুনতে পেলেন ইদুরের ধ্বনি। চিরচেনা এই আওয়াজে তারা চমকে ওঠেন। ব্যাপারটি দাঁড়িয়েছে কেঁচো খুঁড়তেই সাপের মতোই। আর ওল্ড ট্রাফোর্ডের পরিচ্ছন্ন কর্মীরা ভাষায় বলতে হয়, ‘মাঠ পরিষ্কার করতে গিয়ে পেলাম শহুরে ইদুর!’
এবার দেখে নেওয়া যাক সেই ইদুরের কাণ্ড :
মন্তব্য চালু নেই