অভিনয়ের জন্য দেহে মেদ জমাতে হয়েছিল যে তারকাদের
বডি ফিটনেসের বিষয়ে চিন্তার শেষ নেই বলিউড তারকাদের। স্লিম থাকতে নিয়মিত ব্যায়াম করা তাদের প্রধান কাজগুলোর একটি। কিন্তু এখানে জেনে নিন তাদের কথা যাদের চরিত্রের প্রয়োজনে দেহের ওজন বাড়াতে হয়েছিল।
১. ক্যারিয়ারের প্রথম বিগ বাজেট মুভি ‘কিক’ এর জন্যে দেহে বাড়তি ওজন যোগ করতে হয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজকে।
২. ‘ডার্টি পিকচার’ ছবিতে সিল্ক চরিত্রের জন্যে বেশ ওজন বাড়াতে হয় বিদ্যা বালানকে।
৩. ‘তান্নু ওয়েডস মান্নু’ এর শুটিংকালে চোট পান কঙ্গনা রানাউত। বিশ্রামে থেকে সাত কিলো ওজন বেড়ে গেলো তার। যখন সুস্থ হলেন তখন পরিচালক আনন্দ রায় এই বাড়তি ওজন নিয়েই শুটিং শুরু করতে বললেন তাকে।
৪. ‘গুরু অ্যান্ড উমরাও জান’ ছবির জন্যে বাড়তি মেদ জমাতে হয়েছিল ঐশ্বরিয়াকে।
৫. জিরো সাইজ কারিনা কাপুরকেও ওজন বাড়াতে হয়েছিল রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’ ছবিতে।
৬. ‘সাত খুন মাফ’ ছবিতে বৃদ্ধা নারীর চরিত্রে অভিনয়ের জন্যে প্রিয়াঙ্কা চোপড়াকে বাড়তি মেদ চড়াতে বলেন পরিচালক বিশাল ভাড়াওয়াজকে।
৭. ‘বীর’ ছবিতে অভিনয়ের জন্যে বেশ মোটা হতে হয়েছিল জারিনা খানকে। এ জন্য নিয়মিত চকোলেট খেতেন তিনি।
মন্তব্য চালু নেই