স্বামীর সঙ্গে সানি লিওনের নয়া হট ভিডিও (ভিডিও)
বোল্ড ছবির জন্য বলিউডে বিখ্যাত সানি লিওন। এবার তাঁর ভক্তদের নতুন এক সাহসী ভিডিও উপহার দিলেন তিনি। ফেসবুক পেজে নতুন কয়েকটি ছবি পোস্ট করেছেন বেবি ডল। সঙ্গে একটি ভিডিও-ও প্রকাশ করেছেন তিনি।
ভিডিওটিতে সানির সঙ্গে দেখা গিয়েছে তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবরকেও। তাঁদের দুজনকেই ঘনিষ্ট অবস্হায় দেখা গিয়েছে ভিডিওটিতে।
সূত্রের খবর, একটি জনপ্রিয় ম্যাগাজিনের কভার পিকচারের জন্যই ফোটোশ্যুট করেছেন তাঁরা। সেই ফটোশ্যুটের ভিডিওই অনুরাগীদের জন্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছেন প্রাক্তন পর্নস্টার।
https://www.youtube.com/watch?x-yt-ts=1421914688&v=8bPqYgYK9HI&feature=player_embedded&x-yt-cl=84503534
মন্তব্য চালু নেই