সঙ্কট কয়েক দিনের মধ্যে সমাধান : রওশন

সৃষ্ট রাজনৈতিক সঙ্কটের আগামী কয়েক দিনের মধ্যে সুষ্ঠু সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

শুক্রবার সকাল ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে অবরোধ-হরতালে অগ্নিদগ্ধ মানুষকে দেখতে যান।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সকাল সাড়ে ১১টা পর্যন্ত অগ্নিদগ্ধ মানুষদের পাশে থাকেন রওশন এরশাদ। সেখান থেকে বের হয়ে বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘জনগণকে রাজনৈতিক প্রতিপক্ষ বানাবেন না।’

রওশন এরশাদ বলেন, ‘হরতাল-অবরোধের নামে বোমা মেরে মানুষ হত্যা করা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সৃষ্ট রাজনৈতিক সঙ্কট সমাধানে সবাই মিলে চেষ্টা করছি। সংসদের ভেতরে ও বাইরে কথা বলছি। আশা করি, আগামী কয়েক দিনের মধ্যে একটি সুষ্ঠু সমাধান বের হয়ে আসবে।’

মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করবেন কিনা- সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘এখন দেশ নিয়ে ভাবছি। এ ব্যাপারে পরে পার্টির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করা হবে।’

এ সময় তার সঙ্গে ছিলেন- সংসদে বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার।



মন্তব্য চালু নেই