সোনাক্ষীর ভাইয়ের বিয়েতে প্রধান অতিথি মোদী
বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার ছেলে কুশের বিয়ের আসর বসেছিল বান্দ্রার এক পাঁচতারা হোটেলে।আর এই বিয়েতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আর না থেকে উপায় বা কি।ছেলের বাবা যখন বিজেপি সাংসদ তখন আর কি করেন মোদী।
রবিবার দুপুর ২ টোর সময় বিমানে চেপে নব দম্পতিকে আর্শীবাদ করতে বিয়ের আসরে হাজির হয়েছিলেন তিনি।তাঁর এই বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ায় স্বভাবতই খুশি শত্রুঘ্নের পরিবার।তাছাড়া বিয়েতে মোদীজি আসায় খু্ব খুশি হয়েছেন বরের বোন সোনাক্ষী।এই কারণে আলাদা ভাবে মোদীকে ধন্যবাদও জানিয়েছেন বলিউডের এই ‘দাবাংগার্ল’।
প্রধান মন্ত্রী ছাড়াও এই বিয়েতে সপরিবারে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন,হেমা মালিনী,পুনম সহ বলিউডের অনেক তাবকারা।এছাড়া মহারাষ্ট্রের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসও উপস্থিত ছিলেন এই বিয়ের অনুষ্ঠানে।
শত্রুঘ্ন ছেলে কুশের বিয়ে হয়েছে প্রবাসী ভারতীয় তরুণা অগ্রবালের সঙ্গে।বর্তমানে কুশ তাঁর বাবার ফিল্ম সংক্রান্ত ব্যবসার দেখাশোনা করেন।
মন্তব্য চালু নেই