দিনাজপুরের চড়ারহাট শহীদ স্মৃতি কলেজে পাল্টাপাল্টি মামলা
দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী নবাগঞ্জের চড়ারহাট শহীদ স্মৃতি কলেজের অধ্য-ছাত্র ও শিকদের মধ্যে পাল্টাপাল্টি মামলায় লাটে ওঠেছে ঐ কলেজের শিার পরিবেশ।
কলেজ অধ্য গোলাম মোস্তফার মামলা দায়েরের চার দিনের ব্যবধানে ঐ কলেজের প্রভাষিকা রেহেনা বেগম বাদি হয়ে গত শনিবার অধ্য গোলাম মোস্তফাসহ ১১ জনের বিরুদ্ধে কলেজ ভাংচুরসহ আতঙ্ক সৃষ্টির অভিযোগ এনে থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন।
এর আগে অধ্য গোলাম মোস্তফা গত মঙ্গলবার (২৯ এপ্রিল) একই কলেজ ভাংচুরসহ আতঙ্ক সৃষ্টির অভিযোগ এনে ৪জন শিক ও ৩জন ছাত্রকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করলে আদালত ঐ মামলাটি থানায় নথিভূক্ত করার নির্দেন দেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, অধ্য ও প্রভাষিকার পাল্টাপাল্টি দায়ের করা দুইটি মামলা তদন্ত করা হচ্ছে। আসামীদের গ্রেফতারের অভিযানও চলছে। তবে আসামীরা গা ঢাকা দেয়ায় গ্রেফতারকরাযায়নি।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল ঐ কলেজে শিার্থীরা নিয়মিত কাস ও পরীার দাবিতে কলেজের অধ্যসহ শ্রেণি কে তালা ঝুলিয়ে বিােভ প্রদর্শনসহ ব্যাপক ভাংচুর করার পাশাপাশি ঘন্টাব্যাপী ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে।
মন্তব্য চালু নেই