সাকিবকে হটিয়ে শীর্ষে ম্যাথুস
ক্রিকেটের তিন ফরম্যাট টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে ইতিহাস গড়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু সেটা দীর্ঘায়িত করতে পারেননি তিনি। শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার অ্যাঞ্জোলো ম্যাথুসের কাছে ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান হারিয়েছেন সাকিব। শুধু ম্যাথুসই নন, আরেক তারকা অলরাউন্ডার তিলকারত্নে দিলশানও পেছনে ফেলেছেন সাকিবকে।
৪০৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন অ্যাঞ্জোলো ম্যাথুস। আর ৪০৪ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দিলশান। ৪০৩ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব আল হাসান রয়েছেন তৃতীয় স্থানে।
শীর্ষ দশে স্থান পেয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী।
ওয়ানডেতে শীর্ষস্থান হারালেও টেস্ট ও টি-টোয়েন্টিতে শীর্ষেই রয়েছেন সাকিব আল হাসান। ৩৯৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় সাকিবের অবস্থান সবার উপরে। ৩৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ফিলান্ডার।
৩৭৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে সাকিব। ৩৬৪ পয়েন্ট নিয়ে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ রয়েছেন দ্বিতীয় স্থানে।
মন্তব্য চালু নেই