শাহরুখের রিয়েলিটি শো
ক্যারিয়ারের শুরু থেকেই ছোটপর্দার সঙ্গে শাহরুখের সখ্য। যখনই সুযোগ পেয়েছেন, তখনই ছোটপর্দায় উপস্থিত হয়েছেন। তবে এবারই প্রথমবারের মতো রিয়েলিটি শো নিয়ে হাজির হওয়ার পরিকল্পনা করেছেন বলিউডের এই বাদশাহ।
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনে গা ক্রোড়পতি’র মাধ্যমে ছোটপর্দার দর্শকদের কাছে নিজের ভিন্ন আবেদন তৈরি করেছেন অমিতাভ বচ্চন। এ কারণে বিগ বি’র দেখানো পথেই চলতে চাচ্ছেন শাহরুখ খান। তবে অনুষ্ঠানটি একেবারেই নিজের মতো করে তৈরি করতে চাইছেন তিনি।
শাহরুথের নতুন ভাবনার সঙ্গে যোগ দিতে যাচ্ছেন বলিউডের নামিদামি তারকারাও। এখন পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ থাকলেও, শিগগিরই সব ছেড়ে দিয়ে মাঠে নামতে যাচ্ছেন শাহরুখ।
মন্তব্য চালু নেই