‘খালেদাকে রাজনীতি থেকে সরাতে গ্রেফতারের চক্রান্ত’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিক দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার ধারাবাহিক চক্রান্তের অংশ হিসেবে তাকে গ্রেফতারের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৃহস্পতিবার দুপুরে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে রিজভী অভিযোগ করে বলেন, ‘দেশব্যাপী ২০ দলীয় জোটের আন্দোলনে নেতাকর্মীদের অমানবিক নিষ্ঠুর নির্যাতন করা, ঢালাও মিথ্যা মামলা, নির্বিচারে গ্রেফতার ও বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হচ্ছে। এখন রক্তের স্বাদ নিতে জাতীয়তাবাদী শক্তির প্রধান প্রতিনিধি খালেদা জিয়াকে টার্গেট করা হয়েছে।’

সরকারকে হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, ‘আগুন নিয়ে খেলবেন না, মহা দুর্যোগ ঘনিয়ে তোলার চেষ্টা করবেন না। দেশের আন্দোলনরত সব গণতন্ত্রকামী জাতীয়তাবাদী শক্তি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থাকবে।’

দেশব্যাপী নাশকতার জন্য খালেদা জিয়াকে মানুষ হত্যার আসামি করা যৌক্তিক হবে— বুধবার সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর সবসময় একটাই যুক্তি, সেটা হলো বিরোধী দলশূন্য দেশ। একদলীয় একটি রাষ্ট্রব্যবস্থা। এই আকাঙ্খা বাস্তবায়িত করতেই তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছেন।’

প্রধানমন্ত্রী জনগণের মনের ভাষা বুঝতে অক্ষম দাবি করে রিজভী বলেন, ‘ভোটারবিহীন একটি সরকারের প্রধানমন্ত্রী হয়ে উচ্ছিষ্টভোগী লোকদের নিয়ে দুঃশাসন চালানোর অকাট্য যুক্তিটাই তিনি বিশ্বাস করেন। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বব্যাপী স্বীকৃত যুক্তি তিনি বা তার দল কখনোই গ্রহণ করতে পারেনি। সেজন্যই বারবার বাকশালের পুনরাবৃত্তি হচ্ছে।’

সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে আওয়ামী আইন প্রয়োগকারী সংস্থা বানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমালোচনা করে রিজভী বলেন, ‘আপনাদের দিয়ে তারা বিরোধী দলের কর্মীদের রক্তে সারাদেশ ভিজিয়ে তুলেছে। জনগণের কাছে আপনারা পরিণত হয়েছেন ভয়াল আতঙ্কের প্রতীক হিসেবে। যদি বিরোধী দলের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন বন্ধ না করেন তাহলে আপনাদের পরিণতি সুখকর হবে না।’

চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি হরতালে গ্রেফতার হওয়া স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহ ও নারায়ণগঞ্জ সিটি বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালসহ সারাদেশ গ্রেফতার হওয়া সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান রিজভী।



মন্তব্য চালু নেই