হাতীবান্ধার মেধাবী ছাত্র উল্লাস হত্যা মামলায় ৬ ছাত্রের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

লালমনিরহাটের হাতীবান্ধা শিশু নিকেতনের মেধাবী ছাত্র আব্দুর রহিম উল্লাস হত্যা মামলায় আটক ৭ জনের মধ্যে ৬ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। জয়নব নেছা নামে আটক মহিলাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। বুধবার সকালে গ্রেফতারকৃতদের রিমান্ডের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

সূত্র জানায়, সোমবার রাতে হাতীবান্ধা শিশু নিকেতনের ১ম শ্রেণীর ছাত্র আব্দুর রহিম উল্লাসকে অপহরণের পর ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে বিলম্ব হওয়ায় ওই মেধাবী ছাত্র উল্লাসকে হত্যা হরে উপজেলা পরিষদের পুরাতন ভবনে ফাঁসিতে ঝুলিয়ে রাখে অপহরণকারীরা।

এ ঘটনায় গত ২ দিনে পুলিশ হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে সিঙ্গিমারী গ্রামের অলি শেখের পূত্র ৭ম শ্রেণীর ছাত্র আলমগীর হোসেন, মজনু মিয়ার পূত্র ৮ম শ্রেণীর ছাত্র সোহাগ, আমির আলীর পূত্র ১০ম শ্রেণীর ছাত্র সজিব, সামসুল হুদার পূত্র এইচএসসি’র ছাত্র জুয়েল, সাইফুর রহমানের পূত্র ১০ম শ্রেণীর ছাত্র সৌখিন, সেকেন্দার আলীর পুত্র ৮ম শ্রেণীর ছাত্র স্বপন ও মাহা উদ্দিনের স্ত্রী জয়নব নেছাকে আটক করে। আটককৃত ছাত্ররা হাতীবান্ধা এসএস হাই স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের ছাত্র বলে জানা গেছে।

পূত্র হত্যার ঘটনায় উল্লাসের বাবা অজ্ঞাত নামা আসামী করে হাতীবান্ধা থানায় মঙ্গলবার একটি মামলা দয়ের করেন। ওই মামলায় আটককৃত ৬ ছাত্র গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই