‘রয়’ ছবিতে যৌন আবেদন দিয়ে ঝড় তুলছেন অর্জুন-জ্যাকুলিন (ভিডিও)

এ বছর এই মুহূর্তের সবচেয়ে আলোচিত ছবিটি হলো ‘রয়’। রণবীর কাপুর, অর্জুন রামপাল এবং জ্যাকুলিন ফার্নান্দেজ একে হিট সিনেমার কাতারে এনে দিয়েছেন। মায়াবি গানের আবেদন দিয়েই ছবিটি দর্শক-শ্রোতার মন কেড়ে নিয়েছে। আর একটি বিষয় চলে এসেছে আলোচনায়। তা হলো, অর্জুন আর জ্যাকুলিনের রসায়ন।

এ ছবির একটি গান সবার আলোচনায় চলে এসেছে যার শিরোনাম ‘বুঁদ বুঁদ’। ‘রয়’-এর এই গানের মাধ্যমে অর্জুন আর জ্যাকুলিন তাদের দারুণ আবেদনময়ী রসায়ন গড়ে তুলেছেন বলে মনে করছেন সবাই।কয়েকটি আবেদনময় স্থানে এ গানের শুটিং করা হয়েছে। পানি আর সৈকতের মাঝে তাদের যৌন আবেদনময় রসায়ন বেশ ঝড় তুলছে, এর আভাস পাওয়া যাচ্ছে।

তিমধ্যে দর্শন এই গানের ট্রেইলারে বাঁধা পড়ে গেছেন। অনেকে একে অতিমাত্রায় উত্তেজক বলেও মন্তব্য করেছেন। আর এ দুই তারকার অভিনয় শৈলীর প্রশংসা না করলেই নয়।আনকিত তিওয়ারির কণ্ঠের গানটি আপনাকে মোহিত করে দেবে। সেই সঙ্গে অর্জুন-জ্যাকুলিনের রসায়ন আপনার মাঝেও বিক্রিয়া ঘটাতে বাধ্য।



মন্তব্য চালু নেই