‘সরকারি বাহিনীকে গুম-খুনের লাইসেন্স দেওয়া হয়েছে’

আন্দোলন দমনের জন্য সরকারের বিভিন্ন বাহিনীকে গুম-খুনের অবাধ লাইসেন্স দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এক বিবৃতিতে বুধবার তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, গত ৫ জানুয়ারি নির্বাচনের আগে ও পরে বিএনপি নেতাকর্মীদের ধরে নিয়ে যেভাবে গুম-খুন করা হয়েছিল, চলমান আন্দোলনে সেটারই পুনরাবৃত্তি হচ্ছে।

রিজভী আহমেদ বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো আবারও কথিত বন্দুকযুদ্ধের নামে আন্দোলনরত নেতাকর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করছে। এরই মধ্যে ১০ জনের বেশী বিরোধী রাজনৈতিক কর্মীকে হত্যার খবর সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আন্দোলন ঠেকাতে আবারও তাদের হত্যার নেশায় পেয়েছে।

সরকার এজেন্টদের দিয়ে নাশকতা সৃষ্টি করে বিএনপির ওপর দায় চাপাতে হরদম মিডিয়াতে প্রচার চালাচ্ছে। বেশিরভাগ গণমাধ্যমকে ভয় দেখিয়ে কব্জা করা হয়েছে।

তবে আওয়ামী লীগ যা বলে এবং প্রচার চালায় ঠিক তার উল্টোটাই জনগণ বিশ্বাস করে।

বিবৃতিতে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান রিভজী।

বিএনপির সহ-দফতর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত ওই বিবৃতিতে ঢাকা মহানগরীসহ ঢাকা বিভাগ ও খুলনা বিভাগে ৪৮ ঘণ্টার হরতাল সফল করার জন্য ২০ দলীয় জোটের সব পর্যায়ের নেতাকর্মী এবং দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।



মন্তব্য চালু নেই