রোনালদোর ছেলে সুপারম্যান! (ভিডিও)

ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা। গেল ১২ জানুয়ারি তৃতীয়বারের মতো ফিফা ব্যালন ডি’অরের পুরস্কার জিতেছেন তিনি। পুরস্কার জয়ের পরের দিন তার সাক্ষাৎকার নিতে আসেন পর্তুগাল জাতীয় দলের চ্যানেলের একজন প্রতিবেদক। তিনি রোনালদোর সাক্ষাৎকার নিচ্ছিলেন।

এমন সময় সুপারম্যানের পোশাক পরে দূরে দাঁড়িয়ে ছিল রোনালদোর চার বছর বয়সি ছেলে ক্রিস্টিয়ানিনো। বাবার কাছে আসতে সাহস পাচ্ছিল না। এমন সময় পর্তুগাল জাতীয় দলের চ্যানেলের প্রতিবেদক কাছে ডাকেন রোনালদো জুনিয়রকে। লাজুক লাজুক ভাব নিয়ে কাছে আসে সে। সহাস্য রোনালদো তাকে বুকে টেনে নিয়ে চুমু খান। তারপর চলে যেতে বলেন।

এর আগে ব্যালন ডি’অরের গালা অনুষ্ঠানে ছেলেকে নিয়ে হাজির হয়েছিলেন রোনালদো। বাবার সঙ্গে মঞ্চে উঠেছিল জুনিয়র রোনালদো। হাতে নিয়েছিল ব্যালন ডি’অরের পুরস্কারও। এই ছেলের মধ্যে ভবিষ্যতে রোনালদো নিজেকে দেখতে চান।

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=aUyPlDHuv64



মন্তব্য চালু নেই