সাকিবদের লক্ষ্য ১৬৭

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে মেলবোর্ন রেনিগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্স।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলছেন মেলবোর্ন রেনিগেডসে। মেলবোর্নের জার্সিতে এটি সাকিবের চতুর্থ ম্যাচ। টস জিতে ব্যাটিং করতে নেমে অ্যাডিলেড স্ট্রাইকার্স ৫ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করেছে।

বল হাতে সাকিব কোনো উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৮ রান খরচ করেন।

অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন টারভিস হেড। ৩৪ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৭১ রানের ইনিংস সাজান তিনি। এ ছাড়া কেলভিন স্মিথ ৪১ জোহান বোথা ৩২ রান করেন।

মেলবোর্নের সেরা বোলার নাথান রিমিংটন। ৪০ রানে ২ উইকেট নেন তিনি।

এর আগে গ্রুপ পর্বের সাত ম্যাচের ৩টি জয় ও ৪টি হার মানে রেনিগেডস। ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে তারা।

অন্যদিকে অ্যাডিলেড ৭ ম্যাচের ৫টিতে জিতেছে, ১টিতে হেরেছে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সবার ওপরে। পরের রাউন্ডে যেতে হলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারী অ্যাডিলেডের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই মেলবোর্ন রেনিগেডস।



মন্তব্য চালু নেই