মেয়ের কথায় টপলেস পূজা বেদি! (ভিডিও)
নিজের ইউটিউব শো ‘ইএফএফ এন বেদি’-তে সম্প্রতি নতুন একটি ভিডিও আপলোড করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী পূজা বেদি। ভিডিওটিতে তিনি জানান, তার মেয়ে আলিয়া ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্টের জন্য তাকে টপলেস হতে বললো! আর মেয়েকে অ্যাসাইনমেন্টে সহায়তাও করেন তিনি।
মেয়ে আলিয়ার এই ফটোগ্রাফি অ্যাসাইনমেন্ট সম্পর্কে পূজা জানিয়েছেন, আমার মেয়ের রঙ করার জন্য খোলা পিঠের প্রয়োজন ছিল। তাই সেভাবেই তাকে সহায়তা করেছি।
‘ইএফএফ এন বেদি’ পূজা বেদি ও তার মেয়ে আলিয়া বেদির ইউটিউব শো, যেখানে তারা নিজেদের চিন্তাভাবনা দ্বিধাহীনভাবেই তুলে ধরেন। পূজা বেদি ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন।
দেখুন: ইউটিউবে পূজা বেদির আপলোডকৃত ভিডিওটি
মন্তব্য চালু নেই