বলিউডে আলোচনায় প্রাপ্তবয়স্কদের সিনেমা ‘হান্টার’ (ভিডিও)

ট্রেইলারেই বলিউডে শোরগোল ফেলে দিয়েছে প্রাপ্তবয়স্কদের সিনেমা হান্টার। অনুরাগ কাশ্যপ ও বিক্রমাদিত্য মোটওয়ানি পরিচালিত এই সিনেমাটিতে একজন সেক্স অ্যাডিক্টের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।

এতে মূল চরিত্রে অভিনয় করেছেন গুলশন দেবাইয়া। সিনেমাটিতে তার বাসু চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, এক কামুক চরিত্রের পুরুষকে। যে অনেক নারীদের কাছ থেকে ফায়দা লুটতে সর্বদা তৎপর এবং চাহিদার ইশারাও বুঝে নিতে পারে।

জানা গেছে, কৈশোর থেকেই একজন সেক্স অ্যাডিক্টের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। পাশাপাশি কামুক সংলাপেও ভরপুর। ফলে সম্প্রতি ট্রেইলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বলিউডে আলোচনায় চলে এসেছে সেক্স-কমেডি নির্ভর আপকামিং হান্টার সিনেমাটি।

দেখুন : হান্টার সিনেমাটির ট্রেইলার

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=ytDp30vuiCo



মন্তব্য চালু নেই