পাবনায় ৪ টি ট্রাক ভাংচুর আগুন : ২৫ জন আটক

পাবনা-ঢাকা মহাসড়কে ৩ টি যানবহন ভাংচুর ও পাবনা-কুষ্টিয়া সড়কে সলিমপুরে আলু বোঝাই ১টি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারিরা। অপরদিকে জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের ২৫ নেতা-কর্মীকে আটক করটছে।

শুক্রবার ৬জন পিকেটার সহ ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাবনা অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

 

ঈশ্বরদীতে বালু বোঝাই ট্রাক চাপায় যুবকের মৃত্যু
ঈশ্বরদীতে বালু বোঝাই ট্রাক চাপায় রিপন (৩২) নামে ১ যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঈশ্বরদী কুষ্টিয়া সড়কে সাকরেগারী মোড়ে এ দুঘটনা ঘটে। নিহত রিপন ঈশ্বরদীর সাকরেগাড়ী গ্রামের সাত্তারের ছেল।

প্রতক্ষদর্শীরা জানান, ঘটনার সময় রিপন ঘটনাস্থলে দাড়িয়ে ছিল। এসময় ১টি বালু বোঝাই ট্রাক পিছন থেকে তাকে ঢাক্কা দেয়। এ সময় এলাকাবাসী ঐ ট্রাকটি আটক করে। রিপনকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।

ঈশ্বরদী থানার ওসি বিমল কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চালক ও হেলপার পালিয়ে যাওয়াতে তাদের আটক করা সম্ভব হয়নি।



মন্তব্য চালু নেই