আমিরের নতুন চমক ‘কুস্তি’

বলিউডের মিস্টার পারফেক্টসনিস্ট হিসেবে পরিচিতি আমির খান তার প্রতিটি ছবিতেই নতুন কিছু নিয়ে হাজির হন। সেই ধারাবাহিকতায় এবার কুস্তিগীরের বেশে দর্শকদের সামনে আসছেন বলে জানা গিয়েছে।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পিকে’ ছবিতে আমিরের ব্যতিক্রমি চরিত্র দশৃকদের ভিন্ন রকমের আনন্দ দিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার তিনি কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম সোনাজয়ী কুস্তিগীর গীতার বাবার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ছবিটি মূলত মহাবীর পোগাটের সংগ্রামী জীবন নিয়ে তৈরি করা হবে। সবচেয়ে মজার বিষয় হলো ছবির নাম নির্বাচন করা হয়েছে ‘কুস্তি’।

এদিকে ‘কুস্তি’ ছবির শ্যুটিং শিগগিরই শুরু করতে চান আমির। এ কারণে এখন জোর প্রস্তুতিও নিচ্ছেন তিনি। বিশেষ করে কুস্তি খেলার বিভিন্ন কৌশল আয়ত্ব করতেই তার সময় বয়ে যাচ্ছে।



মন্তব্য চালু নেই