পাবনায় জ্বালানী তেল সরবারাহ বন্ধ করে দিল উত্তর বঙ্গ টেংক কলরি শ্রমিক ইউনিয়ন
উত্তরবঙ্গ টেংক কলরী শ্রমিক ইউনিয়ন পাবনায় জ্বালানি তেল সরবারাহ বন্ধ করে দেয়ায়, পাবনার পেট্রোল পাম্পগুলো তেল সংকটে পরেছে।
উল্লেখ্য মাসখানেক আগে সাথিয়ায় টেংক কললীরির ঢাক্কায় ১ স্কুল শিক্ষক মারা যাওয়াতে জড়িত টেংক কলরিটি কে আটক করে পুলিশ।
উত্তরবঙ্গ টেংক কলরি শ্রমিক ইউনিয়ন সভাপতি মনির সরকার বলেন, দুঘটনায় নিহত শিক্ষকের পরিবারে ৬০ হাজার টাকা ও ভাংচুর হয়া ঘরটি মেরামত করতে ৩৭ হাজার টাকা দিয়ে ঘটনাটি মিমাংশা করা হলেও, পুলিশ গাড়িটি ছেড়ে না দেয়াতে শ্রমীকরা ক্ষিপ্ত হয়ে পাবনাতে তেল সরবারাহ বন্ধ করে দিয়েছে।
এ ব্যাপারে সাথিয়া থানার ওসি সাঈদ মাহমুদ জানান, মামলাটি তদন্ত শেষে রির্পোট আদালতে দাখিল করা হয়েছে। আদালত অনুমতি সাপেক্ষে তাদের গাড়ীটি ছেড়ে দিতে পারেন। এ ব্যাপারে কোন পুলিশি জটিলতা নেই।


















মন্তব্য চালু নেই