ফখরুল-জাফর রুদ্ধদ্বার বৈঠক
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ রুদ্ধদ্বার বৈঠক করেছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, প্রায় দুই ঘণ্টা ধরে চলা ওই বৈঠক নিবার রাজধানীর গুলশানে কাজী জাফরের বাসভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে চলমান হত্যা, গুম ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সভা সূত্র জানিয়েছে।
এছাড়া কাল রবিবার বিএনপির গণঅনশন কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হয়।

































মন্তব্য চালু নেই