রণবীর-দীপিকা-প্রিয়াঙ্কার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সম্প্রতি বলিউডের রামলীলা সিনেমা দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তাতে কি হয়েছে। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই সিনেমার বিরুদ্ধে হিন্দু ধর্মের অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছে।
মামলায় হাজিরা না দেয়ায় গতকাল শুক্রবার ভারতের মুজাফফারপুরের একটি আদালত রামলীলা সিনেমার পরিচালক সঞ্জয় লীলা এবং ওই সিনেমার অভিনেতা রণবীর সিং, অভিনেত্রী দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
শনিবার ভারত ভিত্তিক গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। রামলীলা সিনেমায় দীপিকা ও রণবীরের জুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলো। সম্প্রতি দীপিকা বলেছেন, রণবীরের সাথে ভবিষ্যতে তিনি যে সিনেমায় অভিনয় করবেন সেটি রামলীলার চেয়ে বেশি জনপ্রিয়তা পাবে।



মন্তব্য চালু নেই