বাঁধনের সময় জ্ঞানে মুগ্ধ আমিন খান
প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন চিত্রনায়ক আমিন খান ও জনপ্রিয় মডেল, অভিনেত্রী বাঁধন। আসছে ঈদের জন্য নির্মিতব্য ডিসকাউন্ট ইমরান শিরোনামের একটি নাটকে এ দুই অভিনয় শিল্পীকে একসঙ্গে দেখা যাবে। রুদ্র মাহফুজের রচনা ও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘কাকরাইলের ফিল্ম পাড়া, গুলশানের ষ্টেক হাউস রেষ্টুরেন্ট ও উত্তরার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং হয়েছে।শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বাঁধন বলেন, ‘আমিন ভাইয়ের সঙ্গে কাজ করে মনে হয়নি প্রথম কাজ করছি। খুবই ভাল একজন মানুষ, প্রফেশনাল একজন শিল্পী। তার অভিনয় দেখে আমি মুগ্ধ।’
এদিকে বাঁধনের প্রশংসাও শোনা গেছে আমিন খানের মুখে। তিনি বলেন, ‘বাঁধন খুবই ভালো একজন অভিনেত্রী। এই নাটকে কাজ করতে গিয়ে দেখেছি বাঁধন খুবই সময় সচেতন। তিনি খুবই সময় মতো শুটিং সেটে আসেন। এটা আমাকে মুগ্ধ করেছে।’
নাটকটির নির্মাতা জিয়াউদ্দিন আলম জানিয়েছেন, নাটকে আমিন খান অভিনয় করেছেন ইমরান চরিত্রে এবং বাঁধন অভিনয় করেছেন মৌ চরিত্রে। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মডেল, অভিনেত্রী ও কোরিওগ্রাফার আর্শিনা প্রিয়া, চলচ্চিত্র পরিচালক সাইফ চন্দন, তানভীর মাসুদ, শামীম, সিরাজ হোসেন, উজ্জল, সঙ্গীত শিল্পী এইচ এম রানা ।
মন্তব্য চালু নেই