মেসির আদরে উচ্ছ্বসিত রোনালদোর ছেলে (ভিডিও)

বাবা জিতেছেন ব্যালন ডি’অর পুরস্কার। ছেলে তো আর ঘরে বসে থাকবে না। তাই ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে উপস্থিত হলো জুরিখে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
আর সেখানেই প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে পেয়ে গেল পর্তুগিজ যুবরাজের পুত্র। সাক্ষাৎ করার সুযোগটা হাতছাড়া করল না সে। সোজা মেসির কাছে চলে গেল রোনালদো জুনিয়র।
বার্সেলোনা সুপারস্টারও তার মাথায় হাত বুলিয়ে আদর করলেন। দুজনের মধ্যে কথাও হলো। মেসির আদরে উচ্ছ্বসিত হলো রোনালদোর ছেলে। অনুষ্ঠানের সবকিছু ছাপিয়ে সবার নজর কাড়ল মেসি-রোনালদো জুনিয়রের সাক্ষাৎ।
এরপর ফিফা তাদের ওয়েবসাইটে ভিডিওটি পোস্ট করেছে। পরবর্তীতে ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, ‘আমার ছেলে মেসির দারুণ ভক্ত। অনলাইনে সে মেসির খেলার ভিডিও দেখে ও তাকে নিয়ে প্রশংসায় মেতে ওঠে।’
এবার দেখে নেওয়া যাক সেই চমৎকার মুহূর্তটি :
https://www.youtube.com/watch?v=VwsUyIcBgjc

































মন্তব্য চালু নেই