‘বদলাপুরে’ লিপ-লক বরুণ ও ইয়ামির
আগামী সিনেমা বদলাপুর-এ অভিনেতা বরুণ ধবন ও অভিনেত্রী ইয়ামি গৌতমের লিপ-লকের দৃশ্য বেশ আলোড়ন তুলেছে। মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমার ট্রেলারে দুজনের সাহসী দৃশ্য দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে। বরুণ ও ইয়ামির ওই ঘনিষ্ঠ চুম্বন দৃশ্য নিয়ে চর্চাও শুরু হয়েছে।
সিনেমায় একটি আগ্রাসী চরিত্রে বরুণ অভিনয় করেছেন। তাই তাঁকে এই সিনেমায় রাফ লুকেই দেখা গিয়েছে। শ্রীরাম রাঘবন পরিচালিত বদলাপুর- এ অন্যান্য যাঁরা অভিনয় করছেন তাঁদের মধ্যে রয়েছেন হুমা কুরেশি, নওয়াজউদ্দিন কুরেশিও। আগামী ২০ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।
উল্লেখ্য, এই সিনেমাতেই বরুণ প্রথমবার নওয়াজউদ্দিনের সঙ্গে অভিনয় করছেন। নওয়াজউদ্দিনের প্রশংসায় পঞ্চমুখ বরুণ। তিনি বলেছেন, নওয়াজউদ্দিনের কাছ থেকে সিনেমা সম্পর্কে অনেক কিছু শিখেছেন। সিনেমার জি করদা… গানের লঞ্চ অনুষ্ঠানে বরুণ বলেছেন, মানুষ ও অভিনেতা হিসেবে নওয়াজউদ্দিন আসাধারণ।
মন্তব্য চালু নেই