ইতিহাস গড়লেন সাকিব
টেস্ট ও টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও নাম্বার ওয়ান অলরাউন্ডার হলেন সাকিব।
প্রথমবারের মতো ক্রিকেটের তিন ফরমেটে বিশ্বসেরা হয়ে ইতিহাস গড়লেন সাকিব। ক্রিকেটে এর আগে তিন ফরমেটে কোনো খেলোয়াড় এই কীর্তি গড়তে পারেননি।
বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেটে তার সুনাম ও সুখ্যাতি বলতে গেলে আকাশ ছোঁয়া। ক্রিকেটে একজন পাক্কা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এটা সর্বজনস্বীকৃত।
তা ছাড়া আইসিসি র্যাংকিংয়ে সাকিবের অবস্থান জানতে চাইলে সবাই খোঁজে অলরাউন্ডারের খতিয়ান। কেননা তার পরিচয় একক কোনো ব্যাটসম্যান কিংবা বোলার হিসেবে নয়, অলরাউন্ডার।
আইসিসির সদ্য প্রকাশিত ওয়ানডে র্যাংকিংয়ে বিশ্বসেরা হওয়ার ক্ষেত্রে সাকিব পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজকে। সাকিবের রেটিং ৪০৩। আর পিছিয়ে পড়া পাকিস্তানের অলরাউন্ডার হাফিজের ভান্ডারে রেটিং জমা আছে ৩৯৭। আর তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের রেটিং ৩৯৫।
মন্তব্য চালু নেই