কর্মচারীর বাড়ি থেকে রুপালী ব্যাংকের ১ কোটি ২২লাখ টাকা উদ্ধার
ব্যাংক কর্মচারীর বাড়ি থেকে উদ্ধার হলো ব্যাংকের চুরি হওয়া টাকা। ফরিদপুরের রুপালী ব্যাংকের প্রধান শাখা থেকে দেড়কোটি টাকার মধ্যে খোয়া যাওয়া ১ কোটি ২২লাখ টাকা উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। ব্যাংকটির অফিস সহকারী আবুল কালামের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ঘনশ্যামপুরের গ্রামের বাড়ীর মাটির নিচ থেকে এ টাকা উদ্ধার করা হয়।
রবিবার সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ সুপার জামিল হাসানের নেতৃত্বে একটি টিম আবুল কালালমকে সাথে নিয়ে তার বাড়ীর উঠানের মাটি খুড়ে একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে থেকে টাকা গুলো উদ্ধার করেন। পুলিশ সুপার জামিল হাসান জানান, টাকা চুরির ঘটনার সাথে শুধুমাত্র অফিস সহকারী আবুল কালামই নয় আরো লোকজন জড়িত রয়েছে এ ঘটনায়। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
উল্লেখ্য, এর আগে এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। এদের মধ্যে ব্যাংকের এক কর্মকর্তা ও চার আনসার সদস্য রয়েছে।
শনিবার মধ্যে রাতে ব্যাংক থেকে দেড়কোটি টাকা চুরি করেন তারা। ব্যাংক সূত্রে প্রাথমিকভাবে দেড় কোটি টাকা চুরি হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ১ কোটি ২২লাখ টাকা উদ্ধার করা হলো।
মন্তব্য চালু নেই