এলভিস প্রিসলির সাজে মাইলি
মার্কিন সংগীতশিল্পী মাইলি সাইরাস গান বলতেই বুঝেন এলভিস প্রিসলি। এ কারণেই একটি অনুষ্ঠানে প্রিয় শিল্পীর সাজে হাজির হয়েছিলেন মার্কিন এই সংগীতশিল্পী ও অভিনেত্রী।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি ম্যাগাজিনের প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মাইলি। এ সময় তার গায়ে ছিলো এলভিস প্রিসলির আদলে একটি সাদা কোট, যার সঙ্গে জোড়া দেওয়া ছিলো একটি সোনালী রঙের ফিতে। এছাড়াও লম্বা কাটের একটি প্যান্ট।
পোশাক সম্পর্কে বলতে গিয়ে মাইলি সাইরাস বলেন, ‘আমার মনে হয় এলভিস প্রিসলির আদলে এই পোশাক সবার মনে ধরবে। তাছাড়া সম্প্রতি এলভিসের আশি তম জন্মদিন পালিত হয়েছে। এ কারণেই আমার এই পোশাক।’
মন্তব্য চালু নেই