‘আমার পরামর্শেই এরশাদ পদত্যাগ করেন’
জাতীয় পার্টির (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘নব্বইয়ের দশকে আমিই প্রথম এইচএম এরশাদকে পদত্যাগের পরামর্শ দিয়েছিলাম। আমার পরামর্শেই তিনি পদত্যাগ করেছিলেন।’
শুক্রবার চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামী মেডিকেল কলেজ (আইআইএমসি) ও ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের নবীন বরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সামরিক আইনে তখন অনেক ভুলভাবে দেশ পরিচালিত হচ্ছিল। কিন্তু বর্তমানে এমন কোনো ভুল নেই। কারণ সংসদীয় পন্থায় সংবিধান সংশোধন হয়েছে। এ পন্থায় নির্বাচনও হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার সাংবিধানিক সরকার। তাই সাংবিধানিক পন্থা ছাড়া এ সরকারের পতন তো দূরের কথা, সরকারের বিরুদ্ধে গিয়ে কিছু করাও যাবে না। কারণ এটি কোনো অনির্বাচিত সরকার নয়। সাংবিধানিক সব নিয়ম কানুন মেনে এ সরকার নির্বাচিত হয়েছে। আর বিএনপি নির্বাচনের অংশ না নিয়ে ভুল করেছে। তাই তারা এখন অবরোধের নামে দেশ জুড়ে ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করছে।’
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিস বলেন, ‘শিক্ষক, ছাত্র, পেশাজীবী আর অসহায় মানুষকে হত্যা করে রাজনীতি হয় না। হরতাল-অবরোধ ডেকে নিজে তাতে অংশ না নিয়ে নিরীহ ছাত্র, সাধারণ মানুষকে দিয়ে যানবাহনের আগুন দেয়া হচ্ছে। এ কেমন রাজনীতি? এ নীতি আর যাই হোক দেশের ভালো যারা চায় তাদের নীতি হতে পারে না।’
আইআইইউসি ট্রাস্টের সভাপতি অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদের সভপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য ও আইআইএমসির পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ এবং গ্রামীণ টেলিকমের এমডি মিসেস পারভীন মাহমুদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ ডা. এএমএম এহতেশামুল হক, পরিচালক ডা. মোহাম্মদ রফিক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপপরিচালক মোহাম্দ মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে এ প্রতিষ্ঠান দুটি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় চার গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধিতরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, কর্নেল (অব.) মুহাম্মদ ইকবাল, আলহাজ্ব আবু বকর সিদ্দিক ও মোহাম্মদ মোস্তাক হোসেন।
মন্তব্য চালু নেই