মেসিকে কখনওই বিক্রি করবে না বার্সা

মেসিকে নিয়ে গুঞ্জনের ঢাল-পালা মেলতে মেলতে এমন এক পর্যায়ে পৌচেছে যে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে একটা ইতি টানতে চেয়েছে বার্সেলোনা ক্লাব প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তেম্যুকে।
সংবাদ সম্মেলনে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, ‘মেসির সঙ্গে আমাদেরন যোগাযোগ হয়েছে। তিনি এখানে খুশিই আছেন। কোচের সঙ্গে যে মনোমালিন্যের খবর রটেছে, সেটা স্রেফ গুঞ্জনছাড়া আর কিছু নয়। সবাই জানে যে, মেসিকে কখনওই বিক্রি করবে না বার্সা। সুতরাং এ বিষয়টা আর কোন ইস্যুই হতে পারে না।’
মাস দুয়েক আগে এমনিতেই মেসি ইঙ্গিত ‍দিয়েছিলেন, তিনি বার্সেলোনা ছাড়তে চান। এবার যখন, সপ্তাহের শুরুতে রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হারল বার্সা এবং ওই ম্যাচে মেসি, নেইমার ও দানি আলভেজকে সাইড বেঞ্চে বসিয়ে রাখেন কোচ লুই এনরিকে, তখনই মনে মনে ক্ষুব্ধ হন মেসি। কোচের সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারেননি।

এরপরদিনই পেটের পীড়ার কারণে দলের অনুশীলনে এসে যোগ দিতে পারেননি বার্সার আর্জেন্টাইন তারকা এবং বিষয়টা ভালোভাবে নিতে না পেরে মেসিকে শাস্তি দিতে উদ্যেগী হন এনরিকে। বিষয়টা খুব তিক্ততার পর্যায়ে পৌঁছে যাওয়ার পর জাভি, ইনিয়েস্তা এবং বস্কুয়েটসের হস্তক্ষেপে কিছুটা শান্ত হয়।

792042মেসি আর কোচ এনরিকের মধ্যে ঝগড়ার খবরে যখন সরগরম ন্যু ক্যাম্প তখনই দৃশ্যপটে হাজির হলেন বার্সা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তেম্যু। মূলতঃ সংবাদ সম্মেলনটি ছিল, বার্সেলোনা ক্লাবের আগামী নির্বাচন নিয়ে। সেখানে উপস্থিত হয়েই মেসি-এনরিকে সম্পর্কের অবনতি বিষয়ে এবং ক্লাবের বর্তমান পরিস্থিতি নিয়েই প্রশ্নের মুখোমুখি হন তিনি।

বার্তেম্যু শুরুতেই বলেন, ‘আমি তো ক্লাব নিয়ে যত গুঞ্জন তৈরী হবে ততগুলো নিয়ে প্রতিদিন ব্যাখ্যা দিতে আপানের সামনে হাজির হতে পারবো না। এক কথাতেই শেষ করে দেই। মেসি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি এখানে খুশি আছেন। বার্সার হয়ে আরও শিরোপা জয়ের ইচ্ছা তার রয়েছে। তবে যে গুঞ্জন শোনা যাচ্ছে (কোচের সঙ্গে মেসির ঝগড়া) সে বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ, বিষয়টা সত্য নয়।’

বার্সা ড্রেসিং রূমের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ড্রেসিংরূম একটা গোপন এবং নিয়ন্ত্রিত জায়গা। সবাই ওখানে একসাথে থাকে বলে অনেক কিছুই ঘটতে পারে। কিন্তু সে গুলো নিয়ে বাইরে আলোচনা হতে পারে এমন কিছু অবশ্যই নয়। মেসি হচ্ছে আমাদের দলে নেতা এবং প্রধান খেলোয়াড়। আমরা সব সময়ই তার অবদানকে সেরা হিসেবে গণ্য করি।’

বার্সা প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হয়, কিভাবে জানলেন যে ন্যু ক্যাম্পে মেসি খুশি? জবাবে তিনি বলেন, ‘আপানে শুধু একটু কষ্ট করে মেসির সর্বশেষ এক বছরের খেলা দেখতে হবে। সে তো একা এক খেলোয়াড় নন। পুরো দলই খেলছে মাঠে। আর ফুটবলের সঙ্গে জড়িত সবাই জানে যে, আমরা কখনওই মেসিকে বিক্রি করবো না। সুতরাং, এ বিষয়টা আর কোন ইস্যুই হতে পারে না।’

তাহলে গুঞ্জন যে ভেসে বেড়াচ্ছে? জবাবে বার্তেম্যু বলেন, ‘এসব গাল-গল্প লেখা হচ্ছে মূলতঃ বিরোধ তৈরী করার উদ্দেশ্যেই। অথচ এখানে কোন বিরোধই নেই। তবে, এ বিষয়টি আপনারা সরাসরি মেসি এবং লুইস এনরিকেকে প্রশ্ন করে জেনে নিতে পারেন। তারাই সবচেয়ে ভালো কোন জবাব দিতে পারবে।’

মেসির সঙ্গে বিরোধে জড়ানোর কারণে কি লুইস এনরিকের চাকরি হুমকির মুখে? নতুন কাউকে কি বার্সেলোনা নিজেদের ভাবনায় রেখেছে? জবাবে বার্তেম্যু বলেন, ‘প্রশ্নেই ওঠে না। এনরিকের হাতে এখন একটা প্রজেক্ট রয়েছে। দল পুনর্গঠনের কাজ চলছে। মৌসুমের একেবারে মাঝপথে এসে এসব নিয়ে কোন ভাবনাই নেই আমাদের। আমরা ভাবছি, বর্তমানে বার্সেলোনাকে সঠিকভাবে সামনে এগিয়ে নেওয়ার জন্য তিনিই হচ্ছেন সবচেয়ে যোগ্য ব্যাক্তি।’



মন্তব্য চালু নেই