বেইজ্জতির একটা সীমা আছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে রাখা পুলিশের জলকামান না সরানোয় বেগম জিয়ার সঙ্গে দেখা না করেই ফিরে গেছেন সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার কিছু আগে বেগম জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে যান বি. চৌধুরী। সেখানে জলকামান দেখে পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি এক মিনিট সময় দিলাম। এরমধ্যে এখান থেকে জলকামান সরিয়ে নেন।’
এসময় পুলিশের এক কনস্টেবল বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলতে যান। কয়েক মিনিট পার হয়ে গেলেও ওই কনস্টেবল বা পুলিশের ঊর্ধ্বতন কেউ না এলে বিরক্ত হয়ে ফিরে যাওয়ার প্রস্তুতি নেন সাবেক এই রাষ্ট্রপতি।
এ সময় তিনি বলেন, এটা কোন ধরনের অসভ্যতা? বেইজ্জতির একটা সীমা আছে।’
এ কথা বলে সেখান থেকে চলে যান বদরুদ্দোজা চৌধুরী। তবে বেগম জিয়ার কার্যালয়ের ভেতরে ঢোকার কোনো চেষ্টা করেননি তিনি।
এরআগে ৪ জানুয়ারি বেগম জিয়ার সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে ঢুকতে চাইলে পুলিশের বাধায় ব্যর্থ হয়ে ফিরে যান সাবেক এই রাষ্ট্রপতি।
৫ জানুয়ারি দুপুরের দিকে গুলশান ৮৬ নম্বর সড়কের বেগম জিয়ার এই কার্যালয়ের ফটকে তালা মেরে দেয় পুলিশ। আজ সকালে সেই তালা খুলে নেয়া হয়। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এখানে আগেও কোনো তালা ছিল না। এখনো কোনো তালা নেই।’



মন্তব্য চালু নেই