নোয়াখালী পুলিশের গুলি, পথচারীসহ ৬ গুলিবিদ্ধ, আটক ৪

নোয়াখালীর জেলা শহর মাইজদীর পৌর বাজার থেকে রশিদ কলোনী পর্যন্ত অবরোধের সমর্থনে ছাত্রদলের মিছিলে পুলিশের গুলির ঘটনায় ৫ ছাত্রদল কর্মী সহ ৬ জন গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করেছে জেলা ছাত্রদল। এঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদলের ৪ কর্মীকে আটক করেছে। গতকাল মাইজদীর পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসান মো. নোমান তার দলের ৫ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন। গুলিবিদ্ধরা হলেন, ছাত্রদল কর্মী রিয়াদ, হৃদয়, ফাহাদ, শামু, জালাল, পথচারী দেলওয়ার, তামীম ও অজ্ঞাতপরিচয় এক নারী। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসান মো. নোমান ও পৌর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে অবরোধের সমর্থনে রশিদ কলোনী এলাকা থেকে অবরোধর সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর বাজার এলাকার কাছাকাছি আসলে এতে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে। এতে তিন পথচারী ও ৫ ছাত্রদল কর্মী সহ ৬ জন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আএমও) ফরিদ উদ্দিন জানান, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতলে ৫ জন ভর্তি আছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ছাত্রদলের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি নিক্ষেপ করেছে। তবে এ ঘটনা কেউ গুলিবিদ্ধ হয়েছেন বলে তার জানা নেই। পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে ৪ জনকে আটক করেছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে জানান।



মন্তব্য চালু নেই