বতর্মান সঙ্কট নিরসনে আলোচনা চান এরশাদ

বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারও অসহিষ্ণু হয়ে বিরোধী পক্ষের উপর মারমুখী আচরণ চালাতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বর্তমান পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে সঙ্কট নিরসন করতে দুই দলকে পরামর্শ দিয়েছেন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় পাঠানো এক বিবৃতিতে তিনি এ পরামর্শ দেন।
এরশাদ বলেন, ‘সরকারও অসহিষ্ণু হয়ে বিরোধী পক্ষের উপর মারমুখী আচরণ চালাতে শুরু করেছে। ফলে জনমনে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা নেমে আসছে।’
তিনি বলেন, ‘এই অবস্থায় একটি স্বাধীন সার্বভৌম দেশ চলতে পারে না এবং সংঘাত ও গণতন্ত্রও একসঙ্গে চলতে পারে না। সংঘাতের রাজনীতির কারণে গণতন্ত্র এখন বিপন্ন হয়ে পড়ছে।’
দেশ আবার চরম রাজনৈতিক সংঘাত, অস্থিরতা, হানাহানির দিকে অগ্রসর হচ্ছে দাবি করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘নতুন বছরের শুরু থেকেই এই সংঘাতের রাজনীতি শুরু হয়েছে। ঔপনিবেশিক আমলের সেই হরতাল-অবরোধের মতো নেতিবাচক অপরাজনীতি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন বর্জনকারীরা সরকারবিরোধী আন্দোলনের নামে জনগণকে জিম্মি করার মতো কর্মসূচি গ্রহণ করছে। অপরদিকে সরকারও প্রতিপক্ষকে দমনের নামে আগ্রাসীদের মতো ভূমিকা পালন করছে। আমরা এর কোনোটাকেই মেনে নিতে পারি না।’
জনগণের স্বার্থের কথা চিন্তা করে উভয় পক্ষকেই নমনীয় এবং শান্ত থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত বলেন, ‘সকল দলের সঙ্গে আলাপ-আলোচনা মাধ্যমে সঙ্কট নিরসনে শান্তিপূর্ণ পন্থা অবলম্বন করতে হবে। প্রতিবাদের ভাষা পরিবর্তন করতে হবে।’



মন্তব্য চালু নেই