‘গ্রেফতার হতে পারেন খালেদা জিয়া’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হত্যা মামলায় গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
৫ জানুয়ারি সমাবেশের নামে খালেদা জিয়াকে জঙ্গিবাজি, বোমাবাজি, সহিংস কর্মকাণ্ডের উস্কানিদাতা হিসেবে অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, ‘শাহজাহানপুরে পাইপে শিশু মৃত্যুর ঘটনায় যদি ঠিকাদারের বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে, তাহলে সিএনজিতে অগ্নিকাণ্ডে একই পরিবারের অগ্নিদগ্ধ তিনজনের প্রাণহানির ঘটনার উস্কানিদাতা হিসেবে খালেদা জিয়াও হত্যা মামলার সম্মুখীন হতে পারেন।’
তাহলে কি খালেদা জিয়া গ্রেফতার হবেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘হ্যাঁ, হতেও পারেন। মামলার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে।’
মন্তব্য চালু নেই