সাবেক মন্ত্রী এম নাজিম’র নেতৃত্ব আসছে জাতীয় জোট

সাবেক পানিসম্পদ মন্ত্রী এবং ধর্মপ্রতিমন্ত্রী বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-বিএলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদের নেতৃত্বে আসছে জাতীয় জোট। এ উপলক্ষ্যে সোমবার সন্ধা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত বিএলডিপির ফার্মগেটস্থ কেন্দ্রিয় কার্যালয়ে এক রুদ্ধদার মিটিং অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যান ছাড়াও বিএলডিপি’র নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আগামী ১২-১৫ ইংরেজী তারিখের মধ্যে জোটের আনুষ্ঠানিক ঘোষনা আসতে পারে এমনটি জানিয়েছেন জোটের প্রচার ও প্রকাশনার সম্ভাব্য দায়িত্বশীল বিশিষ্ট সাংবাদিক ও ন্যাশনাল লেবার পার্টি-এনএলপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল্লাহ জিয়া। জোটের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করার সম্ভাবনা আছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ-বাকশাল’র চেয়ারম্যান মোঃ মাহবুব আলম। প্রধান সমন্বয়ক থাকবেন সদ্য ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট-এনডিএফ থেকে সদ্য পদত্যাগকারী বাংলাদেশ ইনসাফ পার্টি-বিআইপি’র চেয়ারম্যান শহীদ চৌধুরী। জোটের সংখ্যার বিষয়টি ২২ দলের রুপরেখা চুড়ান্ত হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। নির্ধারিত সময়ে ঘোষনার আগে চুড়ান্ত করে কিছু বলা যাচ্ছেনা এমনটি মনে করেন জোটের নেতৃত্বদাতা এম নাজিমুদ্দিন আল আজাদ। একটি রাজনৈতিক জোট গড়ে ওঠে একটি আদর্শের ভিত্তিতে। তাই আমরা দেশের মানুষের ত্রানকর্তা হিসেবে জোটটি পরিচালনা করে অচিরেই দেশের ৩০০ আসনে নির্বাচন দিয়ে দেশের মানুষের সমর্থন নিয়ে আমরা সরকারে যাব এমনটি জানিয়েছেন জোটের উপস্থিত নেতৃবৃন্দ। আরো কয়েকটি ধারাবাহিক বৈঠকের মাধ্যমে জোটের কলেবর বৃদ্ধি হবার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট সকলে।



মন্তব্য চালু নেই