খালেদাকেই গণতন্ত্র হত্যার দায়ভার নিতে হবে

আওয়ামী লীগ নয়, খালেদা জিয়াকেই গণতন্ত্র হত্যার দায়ভার নিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, ‘দশম সংসদ নির্বাচনে খালেদা জিয়া মানুষকে ভোট দিতে বাধাগ্রস্থ করতে তার পেটুয়া বাহিনী দিয়ে ভোটকেন্দ্র পুড়ে দিয়েছেন। তিনিই মানুষের ভোট দেয়ার অধিকার কেড়ে নিয়েছিলেন। তাই আওয়ামী লীগ নয়, খালেদা জিয়াকেই গণতন্ত্র হত্যার দায়ভার নিতে হবে।’

সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে থানা আওয়ামী লীগ আয়োজিত গণতন্ত্র বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন।

অবরুদ্ধের নামে খালেদা জিয়া নাটক করছেন দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তিনি বিকেল ৩টা পর্যন্ত আরাম আয়েসে ঘুমিয়ে নেতাকর্মীদের সহিংসতায় উস্কে দিয়েছেন। তারা রাজপথে জ্বালাও পোড়াও করছে।’

বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে না গিয়ে আশা করছিল একটি সাংবিধানিক শূন্যতার, যার ওপর ভর করে অসাংবিধানিক পন্থায় তারা ক্ষমতায় যেতে পারবে। কিন্তু শেখ হাসিনা তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে নির্বাচনে অংশ নিয়ে জনগনের ভোটে সরকার গঠন করে। এর মাধ্যমেই গণতন্ত্রের বিজয় হয়েছে।’

হানিফ বলেন, ‘আওয়ামী লীগ আগে থেকেই ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আনন্দ র্যা লি এবং সমাবেশ করবে এমন সিদ্ধান্ত ছিল। কিন্তু পনেরো দিন পর বিএনপি তাদের কর্মসূচি ঘোষণা করে। একটি রাজনৈতিক দলের কর্মসূচি ঘোষণার পর বিএনপি শুধুমাত্র দেশের স্বাভাবিক পরিবেশকে নস্যাত করতেই এ কর্মসূচি দিয়েছে।’

এ সময় তিনি বিএনপিকে মিথ্যাচারের রাজনীতি পরিহারের আহ্বান জানান। সেই সঙ্গে রাজপথে সহিংসতা করা হলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলেও মন্তব্য করেন।

থানা আওয়ামী লীগ সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমত উল্লা খান, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতি।

আলোচনা সভায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়। পরে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।



মন্তব্য চালু নেই