গণতন্ত্রের বিজয়ের নামে দেশ অবরুদ্ধ

গণতন্ত্রের বিজয় দিবসের নামে আওয়ামী লীগ দেশ ও জনগণকে অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ছাইফুল হক।

মঙ্গলবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে বাম মোর্চার এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

ছাইফুলের ভাষায়, সরকার দেশের সকল রাজনৈতিক দলগুলোকে ঘরবন্দি করেছে। তাদের পথেই নামতে দিচ্ছে না।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কখনই ইতিহাস থেকে শিক্ষা নেয়নি দাবি করে তিনি বলেন, ‘আজকে তারা জনগণের নিরাপত্তা বিধানের নামে সারাদেশে ত্রাস ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আইন-শৃংঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের দলীয় নেতাকর্মীদের যুক্ত করে গোটা দেশে ত্রাস তৈরি করেছে।’

‘সরকার ডিএমপির মাধ্যমে ঢাকা শহরের সব রাজনৈতিক তৎপরতাকে নিষিদ্ধ করার পরও পুলিশের সঙ্গে আওয়ামী লীগের দলীয় লোকজন রাজপথে দাঁড়িয়ে যে উত্তেজনা ছড়িয়েছে তার মাধ্যমে তারা আইনের ঘোষণাকে লংঘন করে অর্থহীন করে তুলেছে। মূলত বিরোধী মত ও দলগুলোকে দমন করার জন্যই এই ঘোষণা ছিল তারই প্রমাণ করলো রাজপথে থেকে।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম মোর্চার সমন্বয়ক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

এ সময় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা ও দমন-পীড়নের প্রতিবাদে আগামী ৮ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে কর্মসূচি ঘোষণা করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বাসদের কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশারেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আব্দুস সাত্তার প্রমুখ।



মন্তব্য চালু নেই