খুলনায় স্বেচ্ছাসেবক দলের কর্মী গুলিবিদ্ধ

‘৫ জানুয়ারি’ পূর্ব ঘোষিত গণতন্ত্র হত্যা দিবসের মিছিলে পুলিশের গুলিতে খুলনায় কালু নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার বেলা ১১টার দিকে নগরীর খালিশপুরে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি বর্ষণ করলে তিনি গুলিবিদ্ধ হন।

দলীয় সূত্রে জানা যায়, খুলনা মহানগর ও জেলা বিএনপি ‘৫ জানুয়ারি’ কেন্দ্রীয় কর্মসূচি অনুয়ায়ী সোমবার বেলা ১১টায় নগরীতে কালো পতাকা মিছিল বের করে নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি খালিশপুর থানার চিত্রালী মোড়ে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ সময় বাধা অতিক্রম করে মিছিল করতে চাইলে পুলিশ গুলি বর্ষণ করে। এতে কালু নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী গুলিবিদ্ধ হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ দুই জনকে আটক করেছে।

অন্যদিকে, নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে নগরীর পিটিআই মোড় থেকে একটি মিছিল বের হয়ে কেডিঘোষ রোডের দলীয় কার্যালয়ে আসতে গিয়ে খুলনা প্রেসক্লাবের সামনে পুলিশি বাধার মুখে পড়ে। মিছিলটি পুলিশি বাধা অতিক্রম করে কেডিঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হয়। পরে সেখানে নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ২০ দলীয় জোটের জেলা ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য দেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, খালিশপুরে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। সেখান থেকে আটক করা হয়েছে দুই জনকে। বিএনপিকে সমাবেশ ও কালো পতাকা মিছিলের কোনো অনুমতি দেয়া হয়নি। তারা কেএমপির আইন ভঙ্গ করে মিছিল করেছে।



মন্তব্য চালু নেই