গণতন্ত্র অব্যাহত রাখতে ভোট দেয়ায় জনগণকে ধন্যবাদ

দশম সংসদ নির্বাচনের বছরপূর্তিতে গণতন্ত্র অব্যাহত রাখতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ায় জনগণকে ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘সন্ত্রাস, বোমাবাজি ও অগ্নিসংযোগকে উপেক্ষা করে দেশের মানুষ ভোটকেন্দ্রে গিয়েছেন। ভোট দিয়েছেন। গণতন্ত্রের ধারাকে অব্যাহত রেখেছে। তাই দেশবাসীকে আমি ধন্যবাদ জানাই।’

সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনের আগে আমরা সংলাপে বসার জন্য অনেক চেষ্টা করেছি। সংবিধানের আওতায় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সব ধরনের ছাড় দিতে চেয়েছিলাম। নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রীসভা গঠনের জন্য আমরা প্রস্তুত ছিলাম।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সংবিধানে অনির্বাচিত সরকারের কোনো ব্যবস্থা নেই। আমাদের শুধু একটাই দাবি ছিল, সংবিধানের মধ্য থেকে আমরা নির্বাচন করতে চাই। সেখানে যত ধরনের ছাড় দেয়া সম্ভব, তা দিতে আমরা প্রস্তুত ছিলাম। বিএনপি-জামায়াত জোট চেয়েছিল দেশে একটা অরাজক এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে। অরাজক পরিস্থিতি সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় যেতে চেয়েছিল। কিন্তু দেশের মানুষ তাদের সেই ষড়যন্ত্রের পাতানো ফাঁদে পা দেননি।’



মন্তব্য চালু নেই