এটা কি অবরুদ্ধ নয়?

শনিবার রাত থেকে গুলশান কার্যালয়ে কার্যত অবরুদ্ধ খালেদা জিয়া সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ‘আপনাদের কাছে জানতে চাই, এটা কি অবরুদ্ধ নয়? তাহলে তারা মিথ্যা কথা কেন বলছে। কেন আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। গেটে তালা, পুলিশের গাড়ি পরিষ্কার দেখা যাচ্ছে। জল কামান কীসের জন্য আনা হয়েছে? আমি ও আমার নেতাকর্মীরা নামবে, তারা এটাকেই ভয় পায়। সেজন্য তারা আমাদের কর্মসূচি বানচাল করতে চায়।’

সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে বের হতে গিয়ে বাধা পেয়ে এ কথা বলেন।

উল্লেখ্য, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়া অবরুদ্ধ নয়। আবেদন অনুযায়ীই তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি যেখানে ইচ্ছা যেতে পারেন তাতে কোনো বাধা নেই।

কিন্তু সোমবার দুইবার বের হওয়ার চেষ্টা করে পুলিশি বাধার মুখে ফিরে যেতে বাধ্য জন খালেদা জিয়া। এ জন্যই সাংবাদিকদের উদ্দেশে এই কার্যত অবরোধের কারণ জানতে চান। সরকারের সমালোচনা করার পাশাপাশি হুঁশিয়ারিও উচ্চারণ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

খালেদা জিয়া বলেন, ‘শুধু আমি না, গোটা দেশ অবরুদ্ধ। এ সরকার জালেম সরকার। তারা এদেশকে কারাগারে পরিণত করেছে। এ অবস্থা চলতে পারে না। পুলিশের পিপার স্প্রেতে আপনারা সবাই ইনজুরড হয়েছেন। এখানে এমন কী ঘটেছে, যার জন্য পিপার স্প্রে করতে হলো? সেটা কীসের জন্য? আজকে কোনো স্বাভাবিক অব্স্থা নেই। অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামতে চেয়েছে। আওয়ামী লীগের লোকজন, গুন্ডা পান্ডা নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের সহায়তায় জনগণের উপর ও আমাদের নেতাকর্মীর উপর হামলা করেছে। এ দেশকে বসবাসের অনুপযোগী করে ফেলেছে।’

বর্তমান সরকারকে ‘দুর্বল’ ও ‘ভীতু’ আখ্যায়িত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘নিজেদের গদি রক্ষা করার জন্য এরা রক্ত দিয়ে ক্ষমতায় থাকতে চায়। এভাবে ক্ষমতায় থাকা যাবে না। রক্ত দিয়েই জনগণ এদের বিদায় করবে।’

সরকারকে হুঁশিয়ার করে দিয়ে খালেদা জিয়া বলেন, ‘জনগণ যে তাদের সঙ্গে নেই, আজ তারা সেটা বুঝতে পেরেছে। তাদের পায়ের নিচে মাটি নেই। তাদের কী পরিণত হবে, সেটা তারা বুঝে গেছে। সেজন্য গুলি, টিয়ারগ্যাস, বোমা দিয়ে তারা টিকে থাকতে চায়। পৃথিবীর কোনো দেশে এভাবে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে নাই। এটা যেনো তারা ভুলে না যায়।’

কার্যালয় থেকে বের হতে না পেরে খালেদা জিয়া দীর্ঘ এক ঘণ্টা ২০ মিনিট তালাবদ্ধ প্রধান ফটকের সামনে অবস্থান করেন। অনেকটা সময় তিনি গাড়িতেই বসে ছিলেন। পরে সাংবাদিকদের উদ্দেশে এ বক্তব্য দেন।

বক্তব্য দেয়ার সময় পিপার স্প্রের ক্রিয়ায় তার নাক থেকে পানি পড়তে দেখা গেছে। তিনি বেশ কয়েকবার কাশি ও হাঁচিও দেন। কথা বলতে সমস্যা হচ্ছে বলেও জানান খালেদা জিয়া। কার্যালয়ে ‘অবরুদ্ধ’ থাকতে তার বেশ কষ্ট হচ্ছে বলেও তিনি সাংবাদিকদের জানান।

কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করায় জনগণ ও সাংবাদিকদের ধন্যবাদ জানান খালেদা জিয়া। পরে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়ে বক্তব্য শেষ করে কার্যালয়ে ভেতরে চলে যান।



মন্তব্য চালু নেই