বাড়াবাড়ি করবেন না, পুলিশকে খালেদা

গুলশান কার্যালয়ে অবরুদ্ধ নেতাকর্মীদের লক্ষ্য করে পিপার স্প্রে মারায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার পুলিশি বাধার মুখে বের হতে না পেরে বিকেল পৌনে ৫টার দিকে তিনি সাংবাদিকদের উদ্দেশে কথা বলার সময় এ ক্ষোভ প্রকাশ করেন।

খালেদা জিয়া তার কার্যালয়ের তালাবদ্ধ প্রধান ফটকের অপর পাশে দায়িত্বরত পুলিশদের উদ্দেশে বলেন, ‘গ্যাস কেন মারা হচ্ছে? কথা বলতেও দেবেন না? আপনারা তো জনগণের ট্যাক্সে চলছেন। পুলিশের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। একটি বিশেষ জেলা ও ছাত্রলীগের পুলিশরা পুলিশের ইমেজ নষ্ট করছে। আপনার এটা বুঝতে পারছেন না। আপনারা কেন এগুলোর মধ্যে ইনভলব হচ্ছেন? একটি বিশেষ এজেন্সি এসব করছে। বেশি বাড়াবাড়ি করবেন না। এগুলো বেশিদিন টিকবে না। তার পরিণতি ভোগ করতে হবে।’

তিনি পুলিশদের উদ্দেশে বলেন, ‘এই দেশ তো আপনাদেরও। তাহলে কেন আপনার আপনাদের মা বোন ভাইদের ওপর গুলি চালাচ্ছেন। এটা আপনাদের পরিবারও সমর্থন করবে না।’



মন্তব্য চালু নেই